ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি, বুধবার ১৬ এপ্রিল ২০২৫ || বৈশাখ ৩ ১৪৩২ :
আসন্ন ‘জেলার’ ছবিতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করবেন তামান্না ভাটিয়া। সম্প্রতি ছবির একটি নতুন গান ‘কাভাল্লা’ প্রকাশিত হয়েছে। গানে তামান্না এবং রজনীকান্তকে দেখা গেছে একসঙ্গে। রজনীকান্তের সঙ্গে ‘কাভাল্লা’ গানে ঠুমকো লাগিয়েছেন অভিনেত্রী তামান্না। গানটিতে কালারফুল থাই স্লিট স্কার্ট পরে নাচতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
Advertisement
নেটদুনিয়ার ট্রেন্ডিংয়ে এখন এই গান। তামান্নার লুক দেখেও অভিভূত নেটিজেনরা। কোঁকড়া চুলে তামান্নার শরীরী বিভঙ্গ থেকে যেন চোখ সরাতেই পারছেন না ফ্যানরা।
নেটিজেনরা তামান্নার এই প্রমো নাচের প্রশংসা করেছেন। এক নেটিজেন তামান্নার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে শাকিরার গান ‘ওয়াকা ওয়াকা’ জুড়ে পোস্ট করেন। টুইটারে ভিডিও ক্লিপ শেয়ার করে অনুরাগী লিখেছেন, ‘ভারতীয় শাকিরা’। সেই ভিডিও দেখে প্রতিক্রিয়া জানাতে ভোলেননি অভিনেত্রীও।
Advertisement
ওই ভিডিও শেয়ার করে টুইটে তামান্না লিখেছেন, ‘মানতে হবে খুব ভালো সিঙ্ক করা ’।
Advertisement
নেলসন দিলীপকুমারের পরিচালনায় ‘জেলার’ ছবিটিতে আরও অভিনয় করেছেন রাম্যা কৃষ্ণন, শিব রাজকুমার ও মোহনলাল।