ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ডাক বিভাগ প্রতিনিধি, বুধবার ১৬ এপ্রিল ২০২৫ || বৈশাখ ৩ ১৪৩২ :
বাংলাদেশ ডাক বিভাগের সেবার মানোন্নয়নে যুক্ত করা হয়েছে নতুন প্রযুক্তি। পোস্টম্যানদের দ্রুত ও সময় সাশ্রয়ী সেবা নিশ্চিত করতে দেওয়া হলো ইলেকট্রিক বাইক (ই-বাইক)।
Advertisement
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকার জিপিওতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আনুষ্ঠানিকভাবে ই-বাইক হস্তান্তর করেন।
এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার ব্যক্তিগত ফেসবুক আইডিতেও এ তথ্য জানান।
Advertisement
তিনি জানান, ডাক বিভাগের কর্মদক্ষতা ও পরিসেবার মান বাড়াতে পোস্টাল ঠিকানার ডিজিটালাইজেশন ও জিও লোকেশন ম্যাপিং করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন বেসরকারি কুরিয়ার ও পার্সেল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই করার উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে।