ধানমন্ডিতে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, অভিযুক্ত আশরাফুল গ্রেপ্তার (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজধানী ধানমন্ডি জিগাতলা প্রতিনিধি, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৩ ১৪৩২ :

ধানমন্ডি জিগাতলায়  ইবনে সিনা হসপিটালের সামনের চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত আশরাফুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।

Advertisement

 

পুলিশ জানায়, তার রাজনৈতিক পরিচয় মুখ্য না, অভিযোগ পেয়ে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

এর আগে ধানমন্ডি জিগাতলায় ইবনে সিনা হসপিটালের সামনের চাঁদাবাজির একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, প্রাইভেটকারে বসা এক ব্যক্তি ওই যুবককে মাস্তানি করার বিষয়ে প্রশ্ন করেন। উত্তরে ওই যুবক বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’ এ সময় পাশে প্রাইভেটকার মালিকের স্ত্রী ওই যুবকের নাম জানতে চান। ‍উত্তরে যুবক বলেন, ‘নাম দিয়ে কী হবে?’।

Advertisement

 

ভিডিওতে আরও দেখা যায় প্রাইভেটকারের মালিক বলছেন, রাস্তার উপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি। গাড়ির ভেতর থেকে ভিডিও করা হচ্ছে দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, চেহারাটা সুন্দর করে আইছে। একটা চুলও বাকা করতে পারবা না। পরে যুবকটি সেখান থেকে চলে যান।

আশরাফুল