খিলগাঁওয়ে আপন কফি হাউসে তরুণীকে মারধর (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজধানীর রামপুরা প্রতিনিধি,মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ২ ১৪৩২ :

রাজধানীর রামপুরা থানাধীন খিলগাঁও তালতলা এলাকার আপন কফি হাউসের সামনে এক তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ম্যানেজার আলামিন ও ওয়েটার শুভ সূত্রধরকে আটক করা হয়েছে।

Advertisement

তরুণীকে মারধরের ভিডিও আজ সোমবার (১৪ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ তাদেরকে আটক করে। মারধরের ঘটনাটি গত ১১ এপ্রিলের। তবে মারধরের শিকার ভুক্তভোগী ওই তরুণীর খোঁজ মিলছে না বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে রাতে বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে ঢাকার খিলগাঁও তালতলা এলাকায় আপন কফি হাউসের সামনে একজন নারীকে পিটিয়ে জখম করতে দেখা যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।

Advertisement

সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঘটনার সঙ্গে জড়িত ‘আপন কফি হাউসে’র স্টাফ শুভ সূত্রধরকে আজ বিকেল ৪টায় রামপুরা থানা পুলিশ আটক করেছে।

Advertisement


রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান বলেন, শুভ ও আলামিনের বক্তব্যের সত্যতা নিশ্চিত করার জন্য ভুক্তভোগী তরুণীকে খুঁজছি। কিন্তু আমরা তাকে পাচ্ছি না। তার মোবাইল নম্বর-বাসার ঠিকানা কিছুই পাওয়া যাচ্ছে না। আমরা খুঁজছি। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
রাজধানীতে একটি কফি হাউসের সামনে এক তরুণীকে মারধর করা হয়। ছবি: সংগৃহীত