ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,রোববার ১৩ এপ্রিল ২০২৫ || চৈত্র ৩০ ১৪৩১ :
চিহ্নিত করা হয়েছে চারুকলায় মোটিফে আগুন দেওয়া দুর্বৃত্তকে। পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা শুরুর আগেই তাকে গ্রেফতার করা হবে বলে আশা প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার মো. সাজ্জাদ আলী।
আজ বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর রমনা পার্কে বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি।
Advertisement
ডিএমপি কমিশনার বলেন, ‘নববর্ষে আনন্দ শোভাযাত্রা উপলক্ষে নির্মিত স্বৈরাচারের প্রতিকৃতি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় দুর্বৃত্তকে চিহ্নিত করা হয়েছে। আগামীকাল আনন্দ শোভাযাত্রার আগেই তাকে গ্রেফতার করা হবে।’
Advertisement
পহেলা বৈশাখ ঘিরে কোনও আশঙ্কা আছে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘কোনও ঝুঁকি নেই। ডিএমপির ১৮ হাজার ফোর্স কাজ করবে। পাশাপাশি র্যাব ও সেনাবাহিনী আছে গোয়েন্দা সংস্থা রয়েছে। আমাদের কোনও ঝুঁকির কথা জানানো হয়নি।’
রমনা পার্কে বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিএমপি কমিশনার মো. সাজ্জাদ আলী ছবি: সংগৃহীত