স্ত্রী চলে যাওয়ায় দুধ দিয়ে গোসল করলেন স্বামী, ভিডিও ভাইরাল (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), ফরিদপুরের ভাঙ্গা প্রতিনিধি,রোববার   ১৩ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ৩০ ১৪৩১ :

ফরিদপুরের ভাঙ্গায় স্বামী প্রবাসে থাকাকালীন তার স্ত্রী দুই সন্তানকে রেখে অন্য পুরুষের সঙ্গে চলে যাওয়ার খবর পেয়ে দেশে এসে দুধ দিয়ে গোসল করার ভিডিও ভাইরাল হয়েছে।

Advertisement

 

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে শতাধিক লোকের উপস্থিতিতে ভাঙ্গার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের প্রবাসী সিকদার মোহাম্মদ বদিউজ্জামান আনন্দের সঙ্গে ওই গোসল করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বদিউজ্জামান শিকদার প্রায় ২০ বছর ধরে সাইপ্রাস থাকেন। সাম্প্রতিক কয়েক বছর ধরে প্রতি বছর দেশে আসতেন।

তিনি ২০০৭ সালে তার বাড়ি চুমুরদী ইউনিয়নের পার্শ্ববর্তী ঘারুয়া ইউনিয়নে বিয়ে করেন। গত দুই মাস আগে এক ছেলে ও এক মেয়ে রেখে তার স্ত্রী অন্যের সঙ্গে চলে যায়। এতে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েন স্বামী বদিউজ্জামান বদু সিকদার। এরপর বউকে তালাক দেন।

Advertisement

 

শুক্রবার দুপুর ১২টার দিকে এলাকাবাসীকে ডেকে তিনি আনন্দের সঙ্গে এক মণ দুধ দিয়ে গোসল করেন।

বদিউজ্জামান সিকদার বদু বলেন, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম। কিন্তু আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যান। তাই আমি আজ দুধ দিয়ে গোসল করে নিজেকে পাপমুক্ত করলাম।

Advertisement

এ ব্যাপারে চুমুরদী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য ওবায়দুর রহমান বলেন, বদু সিকদারের স্ত্রী গত দুই মাস আগে চলে গেছে। বদু সিকদার বউ যাওয়ার ১৫-২০ দিন পরে দেশে আসেন।

স্ত্রী চলে যাওয়ায় দুধ দিয়ে গোসল