ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), রাজনীতি প্রতিনিধি,শুক্রবার ১১ এপ্রিল ২০২৫ || চৈত্র ২৮ ১৪৩১ :
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, “কিছু কিছু উপদেষ্টার মধ্যে এখন পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্ম নিয়েছে। তারা বলে, জনগণ নাকি তাদের পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায়। এগুলো মিথ্যা কথা। মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায়। এর (নির্বাচন) জন্যই মানুষ জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, বিপ্লব হয়েছে। এর জন্যই ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে।”
Advertisement
শুক্রবার (১১ এপ্রিল) বিকেল মুন্সীগঞ্জের লৌহজং সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান রিপন বলেন, “জনগণ একটি জবাবদিহিমূলক সরকার চায়। ভোটের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করতে চায়।”
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লৌহজং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ মোস্তফা, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, জেলা যুবদলের ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান খানসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।