ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), আন্তর্জাতিক প্রতিনিধি,শুক্রবার ১১ এপ্রিল ২০২৫ || চৈত্র ২৮ ১৪৩১ :
স্থল, আকাশ ও সমুদ্রপথে দেড় বছরের বেশি সময় ধরে গাজায় ত্রিমুখী অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে “নির্মূল অভিযান”-এর নামে উপত্যকায় চালানো হচ্ছে আধুনিক যুগের এক নির্মম গণহত্যা। এই দীর্ঘ অভিযানে নারী-শিশুসহ অর্ধ লক্ষাধিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, যা বিশ্ববাসী গভীর উদ্বেগের সঙ্গে প্রত্যক্ষ করছে।
Advertisement
এই প্রেক্ষাপটে যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে এবার অভ্যন্তরীণ সংকটে পড়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজার উপত্যকায় আর যুদ্ধ চালাতে চান না বলে একটি চিঠিতে সই করেছেন ইসরায়েলের ৯৭০ সামরিক কর্মকর্তা, যাদের বেশিরভাগই বিমান বাহিনীর পাইলট ও কমান্ডার।
গত ৯ এপ্রিল ইসরায়েলের প্রভাবশালী সংবাদমাধ্যম হারেটজ-এর এক প্রতিবেদনে উঠে আসে, ওই চিঠিতে কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন যে, তারা এই অভিযানে অংশ নিতে অনিচ্ছুক।
Advertisement
যদিও তারা কোথাও পদত্যাগের হুমকি দেননি, তবুও নেতানিয়াহু প্রশাসন তাদের স্বাক্ষর প্রত্যাহার না করলে বরখাস্তের হুমকি দিয়েছে।
চিঠিতে স্বাক্ষর করা পাইলট ও কর্মকর্তারা দাবি করেছেন, গাজায় চলমান যুদ্ধ মূলত রাজনৈতিক স্বার্থে পরিচালিত হচ্ছে, যেখানে বাস্তবে ইসরায়েলের নিরাপত্তার কোনো হুমকি নেই। তারা মনে করছেন, এই যুদ্ধ নৈতিক এবং আইনি সীমা অতিক্রম করেছে।
Advertisement
এর আগে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গত ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের বড় পরিসরে হামলা শুরু করে গাজায়, যার ফলে আরও হাজারো ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধের ভয়াবহতা ও নৈতিক সংকট নিয়ে ইসরায়েলি বাহিনীর ভেতরেই যে অস্থিরতা তৈরি হয়েছে, এই চিঠি তারই বড় প্রমাণ।
ছবি: সংগৃহীত