ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার (ভিডিও)

SHARE

https://youtu.be/PYRW-MTBxtU?si=Tcj2Y4rMClN9RVvn

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজনীতি প্রতিনিধি,মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৫ ১৪৩১ :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে। সোমাবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তুরিন আফরোজকে গ্রেপ্তারে রাত ১০ থেকে অভিযান শুরু হয়।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.মহিদুল ইসলাম জানান, সোমবার রাতে ব্যারিস্টার তুরিন আফরোজকে উত্তরার বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে  উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যার উদ্দেশে গুলি করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।

Advertisement

ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকাকালীন অভিযুক্ত যুদ্ধাপরাধী মোহাম্মদ ওয়াহিদুল হকের সঙ্গে দেখা করার অভিযোগে তাকে ট্রাইব্যুনাল থেকে অপসারণ করা হয়।

২০১৮ সালে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তুরিন আফরোজ।

ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার