ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,সোমবার ০৭ এপ্রিল ২০২৫ || চৈত্র ২৪ ১৪৩১ :
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ভাবিকে হত্যার ঘটনায় অভিযুক্ত দেবর আইনুল হককে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
রোববার (২ জুন) সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের আমড়িয়া স্কুল মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।
Advertisement
জানা যায়, ১ জুন সকালে পারিবারিক কলহের জের ধরে আইনুল হক তার তিন ভাইয়ের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। ঘটনাস্থলেই স্বপ্না বেগম নামে একজন মারা যান।
অপর দুজন মোছা. মর্জিনা বেগম ও মোছা. ইয়াসমিন বেগমের অবস্থাও আশঙ্কাজনক। তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
Advertisement
এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, স্বপ্না বেগম হত্যার ঘটনায় তার বাবা মো. নুরুল ইসলাম বাদী হয়ে আইনুল হকের বিরুদ্ধে থানায় মামলা করেন। গোপন সংবাদে অভিযুক্ত যুবকের অবস্থান শনাক্ত করি। আজ সন্ধ্যায় অভিযান চালিয়ে আইনুলকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
