উচ্চ শব্দে গান বাজালে জরিমানা ১০ হাজার, গ্রাম্য শালিসে সিদ্ধান্ত

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),সাংবাদিক ইব্রাহীম মেঘনা থেকে,সোমবার   ০৭ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৪ ১৪৩১ :

কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে সামাজিক শৃঙ্খলা ও নৈতিকতা রক্ষায় নজিরবিহীন এক সিদ্ধান্ত নিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সমাজপতিরা। রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ একত্রিত হয়ে গ্রামীণ সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেন।

Advertisement

রায়ে বলা হয়, এখন থেকে গ্রামে কোনো বিবাহ বা সামাজিক অনুষ্ঠানে উচ্চ শব্দে বক্স বাজানো, অশ্লীল গান পরিবেশন এবং নারী-পুরুষ এনে নাচানাচি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এছাড়া ‘ভেরা ভাসানো’র মতো অনুষ্ঠান আয়োজনও বন্ধ থাকবে। এই রায় কেউ অমান্য করলে তাকে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে এবং প্রয়োজনে তার বিরুদ্ধে উপযুক্ত বিচার ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেন ব্যক্তিবর্গরা।

Advertisement

সমাজ রক্ষায় সময়োপযোগী এমন সাহসী পদক্ষেপ নেওয়ায় লক্ষ্মীপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন গ্রামবাসীসহ উপজেলার সর্বস্তরের জনগণ। তারা মনে করেন, এই সিদ্ধান্ত গ্রামের সাংস্কৃতিক পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

Advertisement

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী যুক্তিবাদী বলেন, “শান্তি ও নৈতিকতা বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত এখন সময়ের দাবি।”