মেঘনার সন্তান ড. নুরুজ্জামান উশু ফেডারেশনের সহ-সভাপতি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),সাংবাদিক ইব্রাহীম মেঘনা থেকে, রোববার   ০৬ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৩ ১৪৩১ :

বাংলাদেশ উশু ফেডারেশনের নতুন কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন কুমিল্লার মেঘনা উপজেলার কৃতি সন্তান ড. মোহাম্মদ নুরুজ্জামান। তিনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

Advertisement

একই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭তম পদাতিক ডিভিশনের জিওসি ও ময়মনসিংহ অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এ. এস. এম. রিদওয়ানুর রহমান, awc, afwc, psc।

Advertisement

চীনা মার্শাল আর্টভিত্তিক খেলা উশু এখন বিশ্বের ১৫০টির বেশি দেশে চর্চিত হচ্ছে। আত্মরক্ষা, শারীরিক সক্ষমতা ও শৃঙ্খলার মিশেলে গড়া এই খেলাটিকে বাংলাদেশে জনপ্রিয় করে তুলতে কাজ করছে ড্যাফোডিল ফ্যামিলি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্পোর্টস সায়েন্স বিভাগ। তারা শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক উশু প্রশিক্ষণ, আধুনিক ক্রীড়া বিজ্ঞানের প্রয়োগ, ক্রীড়া কূটনীতির মাধ্যমে আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং মার্শাল আর্টের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেছে।

Advertisement

ড্যাফোডিল ফ্যামিলির ভাষ্য, কেবল খেলাধুলা নয়-উশুকে ঘিরে গড়ে উঠতে পারে এক নতুন জাতীয় অগ্রযাত্রা, যেখানে ক্রীড়া হবে তারুণ্যের শক্তির উৎস।