এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রতিনিধি,রোববার ০৬ এপ্রিল ২০২৫ || চৈত্র ২৩ ১৪৩১:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঈদের ছুটিতে সিলেটে বেড়াতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন। এখন তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থান করছেন। তার পায়ে আঘাত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ।
Advertisement
জানা যায়, ঈদের ছুটিতে সিলেট ও মৌলভীবাজারে পরিবার নিয়ে বেড়াতে যান নাহিদ ইসলাম। গত ৩ এপ্রিল তিনি প্রথমে সিলেট যান। সেখানে বেড়ানোর সময় পায়ে মোচড় লাগে তার। তাৎক্ষণিক তিনি কোনো সমস্যা অনুভব করেননি। ফলে তখন চিকিৎসাও নেওয়া হয়নি তার। পরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে অর্থপেডিক্সের ডাক্তার জোবায়ের আহমদকে দেখানো হয় নাহিদ ইসলামকে। তিনি তার পায়ে বেন্ডেজ করে দেন।
Advertisement
গতকাল শুক্রবার (৪ এপ্রিল) নাহিদ ইসলাম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান। সেখানে যাওয়ার পর পায়ে ব্যথা অনুভব করেন তিনি। তার পা ফুলে যায়। পরে তাকে শ্রীমঙ্গলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার পায়ে আঘাতের চিহ্ন পান চিকিৎসক। হাসপাতালে চিকিৎসা শেষে নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে অবস্থান করছেন।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ বলেন, “নাহিদ ইসলাম গত ৩ এপ্রিল সিলেটে পায়ে আঘাত পান। তখন বিষয়টি টের পাননি। শ্রীমঙ্গলে আসার পর তার পা ফুলে যায়। তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পায়ে একটি আঘাতের চিহ্ন ধরা পড়ে। নাহিদ ইসলাম বর্তমানে ভালো আছেন। পায়ের আঘাত তেমন মারাত্মক নয়।”