‘গ্রেনেড বাবুর’ বাড়িতে অভিযানে আটক বাবা-ভাইসহ ৩ জন, ৩৮ লাখ টাকা ও অস্ত্র উদ্ধার (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),খুলনা প্রতিনিধি,শনিবার   ০৫ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২২ ১৪৩১ :

খুলনার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর বাড়িতে গতকাল শুক্রবার অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে তার ভাই ও বাবাসহ তিনজনকে অস্ত্র এবং মাদক বিক্রির ৩৮ লাখ টাকাসহ আটক করা হয়েছে। তবে গ্রেনেড বাবুকে পাওয়া যায়নি।

Advertisement

আটককৃতরা হলেন- গ্রেনেড বাবুর ভাই মো. রাব্বি চৌধুরী, বাবা মো. জুনায়েদ চৌধুরী মিন্টু ও সহযোগী সৌরভের মা সুষমা রানী সাহা।

Advertisement

অভিযানের একপর্যায়ে নৌ বাহিনীর একটি দল অংশ নেয়। যৌথ বাহিনী একই সড়কে সন্ত্রাসী গ্রেনেড বাবুর ম্যানেজার সৌরভ ও সোহাগের বাসায় অভিযান চালায়। এ সময় সৌরভের মা সুষমা রানী সাহাকে আটক করা হয়। ওই বাড়ি থেকে মাদক বিক্রির ২৬ লাখ ৪ হাজার ৫৫৩ টাকা, ভারতীয় মুদ্রা ৪ হাজার ২৪০ রুপি এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করে যৌথ বাহিনী।
তিনি আরও জানান, আটক রাব্বি চৌধুরীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় ৩টি মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মানি লন্ডারিং আইনে মামলার প্রস্তুতি চলছে। তবে অভিযানে গ্রেনেড বাবু, সৌরভ ও সোহাগকে পাওয়া যায়নি।

পুলিশ সূত্র থেকে জানা গেছে, নগরীর বাসিন্দা জাহাঙ্গীর হোসেন কচি হত্যা মামলায় ২০২৩ সালের ২৭ মার্চ গ্রেনেড বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ২০১০ সালের ১০ জুন ট্যাংক রোডের বাসিন্দা কচিকে শামসুর রহমান রোডে কুপিয়ে হত্যা করা হয়েছিল। মাদক বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে।

মো. রাব্বি চৌধুরী