ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), কক্সবাজারের টেকনাফ প্রতিনিধি ,বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫ || চৈত্র ২০ ১৪৩১ :
নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে কক্সবাজারের টেকনাফে ডাকাত হারুনের বাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সমন্বয়ে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন আলিখালী এলাকায় চিহ্নিত ডাকাত হারুনের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
Advertisement
অভিযান চলাকালে বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ছয়টি গোলা, পাঁচটি দেশীয় অস্ত্র, ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৩০ লাখ ৩৮ হাজার টাকা, ব্যাংকের চেক বই, সিমকার্ড এবং মিয়ানমার রোহিঙ্গাদের ১৯টি পরিচয়পত্র জব্দ করা হয়েছে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে হারুন পালিয়ে যান।
Advertisement
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা আরও জানান, জব্দ করা সব আলামত, আগ্নেয়াস্ত্র ও গোলার আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।