লক্ষ্মীপুরে গোলাগুলি শিশুটির পেট ভেদ করে পিঠ দিয়ে বেরিয়ে গেছে গুলি

SHARE

লক্ষ্মীপুর সদর উপজেলার ৭ নম্বর বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের ইব্রাহিম হোসেন ও আমেনা বেগম দম্পতির মেয়ে আবিদা। মঙ্গলবার সন্ধ্যায় গোলাগুলি মধ্যে একটি গুলি তার পেট ভেদ করে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),লক্ষ্মীপুর সদর  প্রতিনিধি,বুধবার   ০২ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৯ ১৪৩১ :

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলির মধ্যে একটি শিশুর পেট ভেদ করে পিঠ দিয়ে বেরিয়ে গেছে গুলি। গুরুতর আহত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

 

ঘটনাটি মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকের। লক্ষ্মীপুর সদর উপজেলার ৭ নম্বর বশিকপুর ইউনিয়নের কাশিপুর কাচারিবাড়ি এলাকায় কথা কাটাকাটি ও সংঘর্ষের মধ্যে গোলাগুলিতে লিপ্ত হয় দুই পক্ষ।

গুলিবিদ্ধ শিশুটির নাম আবিদা। তার বয়স মাত্র ছয় বছর। আবিদা কাশিপুর এলাকার ইব্রাহিম হোসেন ও আমেনা বেগম দম্পতির মেয়ে।

লক্ষ্মীপুর সদরের একাংশ নিয়ে গঠিত চন্দ্রগঞ্জ থানার ওসি মো. কাউছার হামিদ ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)কে এসব তথ্য দিয়েছেন।

 

আবিদার আত্মীয়দের সঙ্গে কথা হলে তারা জানান, তাকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেন স্বজনরা। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. পীযুষ চন্দ্র দাস  বলেন, শিশু আবিদা গুলিবিদ্ধ হয়েছে। গুলিটি পেট ছিদ্র করে পিঠ দিয়ে বের হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

বশিকপুর ইউনিয়ন চন্দ্রগঞ্জ থানার মধ্যে পড়েছে। থানার ওসি কাউছার হামিদ বলেন, আধিপত্যা বিস্তারকে কেন্দ্র অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে  গোলাগুলিতে শিশুটির গুলি লাগে। অভিযুক্ত দুজনের বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।