ঈদের নামাজ চলাকালীন ইমামকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা, যুবক আটক

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বরগুনার তালতলী প্রতিনিধি,মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১ :

বরগুনার তালতলীতে ঈদুল ফিতরের নামাজ চলাকালীন ইমামকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগে মো. মাসুম বিল্লাহ (১৯) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন মুসল্লিরা।

Advertisement

 

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শারিকখালি ইউনিয়নের আঙ্গারপাড়া শিকদার বাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটে। আটক মাসুম বিল্লাহ করাইবাড়িয়া ইউনিয়নের আলীর বন্দর গ্রামের সাইদুল কাজীর ছেলে।

ভুক্তভোগী ইমামের নাম মো. ইমরান হোসেন। তিনিও আলীর বন্দর গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে ও আঙ্গাপাড়া শিকদার বাড়ি জামে মসজিদের ইমাম।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুম ও ইমরান একসময় বন্ধু ছিলেন। পরে ব্যক্তিগত বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে সোমবার সকালে ঈদের নামাজের সময় ইমরানকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেন মাসুম। পরে মুসুল্লিরা গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে।

Advertisement

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ জালাল বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় মাসুম বিল্লাহকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’