জনতা-সেবকের হাত এক হলো অবশেষে

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কলামিষ্ট জয়নুল আবেদীন,সোমবার   ৩১ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১ :

ঈদের নামাজ ও মোনাজাত শেষে জাতীয় ঈদগাহ থেকে বিদায় নেয়ার সময় সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান ড. ইউনূস। এ সময় অনেকেই উচ্ছ্বাসের সঙ্গে বলেন— ‘ঈদ মোবারক স্যার! ৫ বছর থেকে যান প্লিজ!’ জনতার প্রতি প্রধান উপদেষ্টার এমন আন্তরিকতা অনেককে আবেগাপ্লুত করে তোলে।

Advertisement

‘আজ ভুলে যা তোর দোস্ত-দুশমন হাত মেলাও হাতে, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ’। আমাদের জাতীয় কবি, প্রেমের কবি, সাম্যবাদী কবি ও বিদ্রোহী কবি কাজী নজরুলকে যেন একাই কথা দিয়েছেন বিশ্ববরেণ্য নোবেলজয়ী শান্তির দূত ড. মুহাম্মদ ইউনূস। তিনি আজ রাষ্ট্রের তথাকথিত প্রোটকল ও নিরাপত্তাবেষ্টনী উপেক্ষা করে জনতার হাতে হাত রাখতেই বেশি স্বাচ্ছন্দবোধ করছিলেন।

প্রায় দেড় দশক পর জাতীয় ঈদগাহে সরকারপ্রধান হিসেবে ঈদের জামাতে অংশ নিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দীর্ঘ বিরতির পর তাকে ঈদের জামাতে পেয়ে সাধারণ মানুষের মধ্যে ছিলো ব্যাপক উচ্ছ্বাস ও আবেগ। সে উচ্ছ্বাসে সাড়া দিয়ে মানুষের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

সোমবার (৩১ মার্চ) রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মোনাজাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও উপস্থিত মুসল্লিরা।

Advertisement

নামাজের পর শুভেচ্ছা বক্তব্যে ড. ইউনূস বলেন, আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সব প্রতিকূলতার সত্ত্বেও সে ঐক্য অটুট রাখতে হবে। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলতে চাই এবং বাধা সত্ত্বেও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা করছি। দেশের প্রতিটি মানুষ, নারী, প্রবাসী শ্রমিকসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।

ঈদের নামাজ ও মোনাজাত শেষে জাতীয় ঈদগাহ থেকে বিদায় নেয়ার সময় সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান ড. ইউনূস। এ সময় অনেকেই উচ্ছ্বাসের সঙ্গে বলেন— ‘ঈদ মোবারক স্যার! ৫ বছর থেকে যান প্লিজ!’ জনতার প্রতি প্রধান উপদেষ্টার এমন আন্তরিকতা অনেককে আবেগাপ্লুত করে তোলে। মানুষের কাছাকাছি গিয়ে শুভেচ্ছা বিনিময় করার সময় নিরাপত্তারক্ষীরাও ছিলেন সতর্ক অবস্থানে। কিন্তু ড. মুহাম্মদ ইউনূস নিরাপত্তাবেষ্টনী উপেক্ষা করে আরও বেশি জনতার কাছাকাছি হতে চেয়েছিলেন।

জাতীয় ঈদগাহে ঈদের জামাতে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের বিচারপতিরা, উপদেষ্টা পরিষদের সদস্যরা, রাজনীতিবিদরা, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন ও সাধারণ মানুষ।

Advertisement

এ ঈদগাহের জামাত শুধু ঈদ উদযাপনের জন্য ছিলো না, বরং এটি ছিলে নতুন এক ঐক্যের প্রতীক। যেখানে জনতা ও সেবকের হাত এক হয়ে গেছে। এতে সাধারণ মানুষ সরকারের প্রতি আরও বেশি আস্থাশীল হয়ে উঠছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

ছবি: সবার দেশ