ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), আন্তর্জাতিক প্রতিনিধি,সোমবার ৩১ মার্চ ২০২৫ || চৈত্র ১৮ ১৪৩১ :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক আলোচনা নিয়ে ‘বোমা হামলার’ হুমকি দেয়ার কয়েক ঘণ্টা পর, প্রতিক্রিয়ায় ‘ক্ষেপণাস্ত্র প্রস্তুত’ রাখার কথা জানিয়েছে তেহরান।
Advertisement
রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম তেহরান টাইমসের মতে, ইরানের সশস্ত্র বাহিনী এমন ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে যা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র-সম্পৃক্ত অবস্থানগুলোতে আঘাত করার কার্যকরী ক্ষমতা রাখে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘এই উৎক্ষেপণ-প্রস্তুত ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে অবস্থিত, যা বিমান হামলা মোকাবিলা করার জন্য ডিজাইন করা হয়েছে।’
এর আগে, ইরান যদি নতুন পারমাণবিক আলোচনায় রাজি না হয় তবে সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেন ট্রাম্প।
Advertisement
সংবাদমাধ্যম এনবিসিকে তিনি বলেন,
যদি তারা (ইরান) কোনো চুক্তি না করে, তাহলে বোমা হামলা হবে। এটি এমন হামলা হবে যা তারা আগে কখনও দেখেনি।
এছাড়াও, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে পুতিনের সাম্প্রতিক মন্তব্যে ‘খুবই রাগান্বিত ও বিরক্ত’ হওয়ার কথাও জানিয়েছেন ট্রাম্প।
রুশ প্রেসিডেন্ট পরামর্শ দিয়েছিলেন যে ইউক্রেনের উচিত সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে বিকল্প নেতৃত্ব বিবেচনা করা। তবে এই ধারণাটিকে বিপরীতমুখী বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
Advertisement
ট্রাম্পকে উদ্ধৃত করে ওয়েলকার বলেন, ‘যদি রাশিয়া এবং আমি ইউক্রেনে রক্তপাত বন্ধ করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে না পারি, এবং যদি আমি মনে করি এটি রাশিয়ার দোষ… তাহলে আমি রাশিয়া থেকে আসা সব তেলের ওপর সেকেন্ডারি শুল্ক আরোপ করব।’
সূত্র: এনডিটিভি
