দুই পরিবার একসঙ্গে ঈদ করব: মেহজাবীন (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,সোমবার   ৩১ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১ :

 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে বহুবার তার প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। যদিও তা কখনো স্বীকার করেননি এই যুগল। সর্বশেষ গুঞ্জনকে বাস্তবে রূপ দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এই জুটি।

Advertisement

 

বিয়ের পর প্রথমবার একসঙ্গে ঈদ উদযাপন করছেন মেহজাবীন-আদনান আল রাজীব। স্বাভাবিক কারণে এবারের ঈদ নব দম্পতির কাছে বিশেষ। কিন্তু ঈদ নিয়ে কী পরিকল্পনা করেছেন এই জুটি?

এ বিষয়ে মেহজাবীন চৌধুরী বলেন, “ঈদ উপলক্ষে আলাদা কোনো আয়োজন করা হয় নাই। দুই পরিবার একসঙ্গে ঈদ করব। এটাই আমাদের জন্য নতুন একটা ব্যাপার। এজন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। ঈদের দিন সবাই আসবে, একজন আরেকজনকে দেখব। এতটুকুই।”

Advertisement

 

আদনান-মেহজাবীন প্রেমের সম্পর্কের কথা বিয়ের আগে স্বীকার না করলেও এ জুটির প্রেমের গল্প বেশ সিনেমাটিক। আদনানের সঙ্গে প্রথম পরিচয়ের ঘটনা বর্ণনা করে মেহজাবীন চৌধুরী বলেন, “২০১২ সালের ৯ এপ্রিল, আঁকাবাঁকা দাঁত আর সুন্দর হাসিওয়ালা একটা ছেলে আমার সঙ্গে দেখা করতে আসে। আমি তখন একটি শুটিং হাউজের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, তখন সে রাস্তা থেকে আমার দিকে হাত নাড়ে। আমরা মাত্র ১৫ মিনিট কথা বলেছিলাম, করমর্দন করেছিলাম। তারপর সে চলে যায়। আর যাওয়ার সময়ে আমার হৃদয়ের একটা টুকরো তার সঙ্গে চলে যায়। আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারলাম— এটাই ছিল।”

 

“১৩ বছর পর, আমরা এখানে, একসঙ্গে বেড়ে উঠছি। তারা বলেন, সাত বছরের বন্ধুত্ব সারাজীবন স্থায়ী হয়— আমরা প্রায় দ্বিগুণ অতিক্রম করেছি।” বলেন মেহজাবীন চৌধুরী।

 

বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ে করেন মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি, আমরা আমাদের বন্ধনে চিরতরে সিলমোহর দিয়েছি। এই যাত্রায় হাতে হাত রেখে হাঁটার প্রতিশ্রুতি দিয়েছি।”