ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,রোববার ৩০ মার্চ ২০২৫ || চৈত্র ১৭ ১৪৩১ :
অভিযোগ আছে, বিসিএস ক্যাডার স্ত্রীর প্রভাব দেখিয়ে ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে মিথ্যা মামলার আসামি করে আবার ভুক্তভোগীদের সহযোগিতার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়াই তার মূল পেশা।
সম্প্রতি প্রতারক মিনহাজ ও তার স্ত্রীর এসব অপকর্মের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগও জমা পড়েছে।
Advertisement
জানা গেছে, বর্তমানে তার স্ত্রী পর্যটন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত আছেন। নরসিংদীতে থাকাবস্থায় স্ত্রীর প্রভাবে নিজেকেও সরকারি কর্মকর্তা মনে করে দাপট দেখাতেন মিনহাজ। পরবর্তীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে যোগ দেওয়ার পর বিভিন্ন অভিযানে স্ত্রী নির্বাহী ম্যাজিস্ট্রেড হিসেবে কাজ করতেন। সঙ্গে থাকতেন মিনহাজ। অভিযান শেষে ভুক্তভোগীদের সঙ্গে কথাবার্তা বলে আর্থিক সুবিধা নিতেন মিনহাজ।
Advertisement
শুধু তাই নয়, স্ত্রীর ক্ষমতা কাজে লাগিয়ে সরকারি নিরাপত্তা বাহিনী নিয়ে মিনহাজের বিরুদ্ধে অভিযান পরিচালনার অভিযোগ আছে। এসব অভিযানে হুমকি ধামকি দিয়ে চাঁদা নিতেন মিনহাজ।
তার স্ত্রী নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে কর্মরত থাকাবস্থায় নিয়মিত অফিস করতেন না এমন অভিযোগও আছে। তবে যেদিন অভিযান থাকত সেদিন তিনি অফিস করতেন।
অবশ্য এই সরকারি কর্মকর্তা গণমাধ্যমের সঙ্গে আলাপে প্রথমে প্রতারক মিনহাজকে চেনেন না বলে দাবি করেন। অবশ্য সম্প্রতি সচিবালয়ে নিজ দফতরে বসে তাদের একান্ত কিছু ছবি দেখানোর পর স্বামী হিসেবে স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত কথা বলতে অপারগতা জানান এই সিনিয়র সহকারী সচিব।
Advertisement
এদিকে বাবার ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ সার্টিফিকেট ব্যবহার করে মিনহাজের স্ত্রী কোটায় সরকারি চাকরি বাগিয়ে নিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। দুদকে জমা দেওয়া অভিযোগ সূত্রে এসব তথ্য জানা গেছে।