ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,রোববার ৩০ মার্চ ২০২৫ || চৈত্র ১৭ ১৪৩১ :
প্রতারক মিনহাজকে বুধবার (২৬ মার্চ) রাতে শরিয়তপুরের নড়িয়া থেকে আটক হয়েছেন।
বৃহস্পতিবার (২৭মার্চ) সকালে মিনহাজকে আটকের বিষয়টি জানা গেছে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেইলকে তিনি বলেন, সেনাবাহিনীর একটি টিম তাকে আটক করেছে বলে জানতে পেরেছি। তবে এখনও থানায় হস্তান্তর করা হয়নি।
জানা গেছে, মিনহাজ নতুন নতুন কায়দায় প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতেন। কখনো নিজেকে পরিচয় দেন কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির পিএইচডি গবেষক। আবার কোথাও বলেন, তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর। বর্তমানে নিজেকে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর দাবি করছেন।
Advertisement
শুধু তাই নয়, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন টুড্রোর পলিসি অ্যাডভাইজার, ট্রাম্পের ইলেকশন ক্যাম্পেইন কমিটির সদস্য, পলিসি মেকার ও অ্যাডভাইজার টু সজীব ওয়াজেদ জয়— এসব পরিচয়ও দিয়ে বেড়াতেন মিনহাজ।
নিজেকে বিত্তবান পরিচয় দিতে সুইস ব্যাংকে ৫৫ মিলিয়ন ডলার গচ্ছিত আছে বলেও দাবি করতেন এই প্রতারক। এই প্রতারকের বাড়ি নোয়াখালীর মিরওয়ারিশপুর।