লেগুনার হেলপার সেজে হত্যার রহস্য বের করলেন এসআই বিল্লাল (ভিডিও)

SHARE

https://youtu.be/iLaG6VtSxOA?si=WWdXqYHTKWWu8wnn

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজধানীর যাত্রাবাড়ী  প্রতিনিধি,রোববার   ৩০ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৭ ১৪৩১ :

লেগুনাচালকের সহকারী সেজে ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও আসামি ধরেছেন যাত্রাবাড়ী থানার এক উপ-পরিদর্শক (এসআই)। তার নাম বিল্লাল আল আজাদ।

টানা চারদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ী, সাইনবোর্ড, কোনাবাড়ী, ডেমরা, চিটাগাং রোড আর নারায়ণগঞ্জের জালকুড়ি লেগুনাস্ট্যান্ডে হেলপারি করে তিনি উদঘাটন করেন ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য।

Advertisement

শনাক্ত করেন সেই লেগুনা এবং গ্রেফতারও করা হয় চারজনকে। লেগুনার হেলপারি করে আয় করেন প্রায় ৭০০ টাকা। তবে, একদিন যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড হয়ে চিটাগাং রোড পর্যন্ত ১২ জন যাত্রী উঠলে চিটাগাং রোডে নামার সময় ভিড়ের মধ্যে চারজন ভাড়া না দিয়ে চলে যায়। চারজনের ভাড়া চালক এসআই বিলালের কাছ থেকে নিয়ে নেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।