আদালতে আসামির জবানবন্দি যুবলীগ নেতা হত্যার লোমহর্ষক বর্ণনা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নরসিংদী  প্রতিনিধি,রোববার   ৩০ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৭ ১৪৩১ :

নরসিংদীতে চাঞ্চল্যকর যুবলীগ নেতা হত্যাকাণ্ডের ঘটনা আদালতে ১৬৬ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হওয়া সোবহান নামে এক যুবক।

Advertisement

জবানবন্দিতে খুনের নির্মম কাহিনী তুলে ধরে সে জানিয়েছে,নরসিংদী শহরের পৌরসভার সামনে সিটি সেন্টার নামে একটি মাল্টিস্টোরিড বিল্ডিংয়ের ১৬তলা ছাদে ফিল্মি স্টাইলে দড়ি দিয়ে উল্টো লটকিয়ে নির্যাতন করে হত্যা করা হয় শীলমান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান সৈকতকে।

সোমবার নরসিংদী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের খাস কামরায় এই জবানবন্দি দেন হত্যাকাণ্ডে অংশ নেয়া সোবহান। তিনি শহরের পশ্চিম দত্তপাড়া এলাকার রহিম মুন্সির ছেলে। হত্যাকাণ্ডে আরও ৯ জন জড়িত ছিল বলে জবানবন্দিতে উল্লেখ করেন সোবহান।

Advertisement

 

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক রুপন কুমার সরকার জানান, অভ্যন্তরীণ কোন্দলের কারণে সৈকতের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও সহযোগীরা তার ওপর ক্ষুব্ধ হয়। এই রোষানলে নরসিংদী পৌরসভাসংলগ্ন সিটি সেন্টারের ১৬তলার ছাদে ২৬ মার্চ সোমবার দুপরে শুরু হয় তার ওপর নির্মম নির্যাতন। চলে রাত পর্যন্ত। একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন সৈকত। পড়ে তার লাশ শিবপুরের পুড়ান্দিয়া এলাকায় ফেলে রেখে আসা হয়। পরে শিবপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

 

 

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তথ্যপ্রমাণের ভিত্তিতে সোবহানকে গ্রেফতার করা হয়। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোবহান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন।

Advertisement

 

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। ইতিমধ্যেই একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সহসাই এই খুনের নেপথ্যে থাকা ব্যক্তিদের গ্রেফতারসহ মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।