নিশোর বহুল প্রতীক্ষিত নতুন সিনেমা ‘দাগি’র টিজার প্রকাশ্যে (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,রোববার   ২৩ মার্চ ২০২৫ ||  চৈত্র ১০ ১৪৩১ :

প্রকাশ্যে এলো অভিনেতা আফরান নিশোর বহুল প্রতীক্ষিত নতুন সিনেমা ‘দাগি’র টিজার। এতে তিনটি লুকে দেখা গেছে তাকে। তার চরিত্রের নাম নিশান। শুরুতে বড় চুল ও কাঁচা-পাকা দাড়ি, মাঝে স্বাভাবিকভাবে ছোট চুল আর শেষে কয়েদির পোশাকে হাজির হয়েছেন তিনি। তার কয়েদি নম্বর ৭৮৬।

Advertisement

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে প্রকাশিত ১ মিনিট ৭ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারের শুরুর দৃশ্যে একটি এলাকার পথ ধরে আফরান নিশোকে ধীর পায়ে এগিয়ে যেতে দেখা যায়। ক্যামেরা পেছন থেকে অনুসরণ করে তাকে।

নেপথ্যে শোনা যায় তার বলা সংলাপ, আব্বা আমারে সবসময় বলতো, নিশান জীবনের একটা লক্ষ্য খুঁইজা বাইর কর।

সেই লক্ষ্য বুঝতে পারার কথাও মুখে জানিয়েছেন তিনি। কিন্তু কী লক্ষ্য? টিজারের একটি দৃশ্যে জেলখানার ভেতরে লাথি খেয়ে মুখ থুবড়ে পড়ার সময় নিশোর মুখে শোনা যায়, জেলের দাগ একবার যার লাগছে সে-ই দাগি, সারাটা জীবন!

প্রায় দুই বছর পর নতুন সিনেমা ‘দাগি’ নিয়ে বড় পর্দায় ফিরছেন ভক্তদের ‘বস’ আফরান নিশো। ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে এটি। ‘সুড়ঙ্গ’র পর দ্বিতীয় সিনেমার একঝলক নিয়ে দর্শকদের সামনে এসে কেমন লাগছে?

তিনি বলেন, ভবিষ্যতে কী হতে যাচ্ছে, এই টিজার সেই ইঙ্গিত দিয়েছে মাত্র। সিনেমাটির প্রতিটি ফ্রেমে গভীর অর্থ রয়েছে। ‘দাগি’ এমন এক গল্প যা মানুষের ভাগ্য ও পরিণতি নিয়ে দর্শকদের মনে প্রশ্ন জাগাবে।

আফরান নিশো ছাড়াও টিজারে অভিনেত্রী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল ও শহীদুজ্জামান সেলিমকে দেখা গেছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত, মিলি বাশারসহ অনেকে।

Advertisement

অভিনেত্রী তমা মির্জা বলেন, আগে থেকেই বুঝতে পারছিলাম ‘দাগি’ নিয়ে দর্শকদের আগ্রহ অনেক। টিজার প্রকাশের পর সবার ভালোবাসায় সিক্ত হলাম। নিশো ভাই ও আমার জুটির দ্বিতীয় সিনেমা এটি। আশা করছি, দর্শকদের প্রত্যাশা পূরণ করবে সিনেমাটি।

‘দাগি’ হলো মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প। এমন গল্প নিয়ে দেশে কাজ হয়নি বলে দাবি পরিচালক শিহাব শাহীনের। ‘ছুঁয়ে দিলে মন’ মুক্তির ১০ বছর পর আসছে তার পরিচালিত দ্বিতীয় সিনেমা।

টিজার প্রকাশের প্রতিক্রিয়ায় তিনি বলেন, দর্শকরা টিজার পছন্দ করছেন, এটি আনন্দের ব্যাপার। তবে এখানে মাত্র কয়েক ঝলক দেখানো হয়েছে। চমকের অনেক কিছুই একে একে আসতে থাকবে। যারা আমার কাজের বিষয়ে জানেন কিংবা সিনেমাটি নিয়ে যে প্রত্যাশা রাখেন, আশা করছি ‘দাগি’ সিনেমায় সবই পাবেন।

আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড, ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও পশ্চিমবঙ্গের এসভিএফ যৌথভাবে প্রযোজনা করেছে ‘দাগি’।

প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহরিয়ার শাকিল বলেন, টিজারের মাধ্যমে দর্শকরা প্রথমবার সিনেমাটির কিছু দৃশ্য দেখলেন। সবার কাছ থেকে খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। তবে দর্শকরা যখন সিনেমাহল থেকে বেরিয়ে ভালো বলবেন তখনই আমাদের চেষ্টা সার্থক হবে। ‘দাগি’ দুর্দান্ত গল্পের সিনেমা। ঈদে সপরিবারে সবাইকে দেখার আমন্ত্রণ রইলো।

Advertisement

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, টিজারের মাধ্যমে দর্শকদের সামনে তাদের প্রিয় অভিনেতা আফরান নিশো নতুনভাবে হাজির হলেন। দর্শক-ভক্তরা তার জন্য অপেক্ষা করছিলেন। টিজারে গল্পের কোনো ধারণা দেওয়া হয়নি। ধীরে ধীরে যখন আরও কিছু প্রকাশ পাবে, আমার বিশ্বাস দর্শকরা সিনেমাটি দেখেত উদগ্রীব হয়ে উঠবেন। আগেও বলেছি, ‘দাগি’র গল্প অসাধারণ এবং সিনেমাটি একটি নতুন মানদণ্ড তৈরি করে দেবে।