সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), রাজনীতি  প্রতিনিধি,শুক্রবার   ২১ মার্চ ২০২৫ ||  চৈত্র ৮ ১৪৩১ :

‘বাংলাদেশি জাতীয়তাবাদকে’ আদর্শ হিসেবে গ্রহণ করে ‘সাম্য ন্যায্যতা প্রগতি’ স্লোগান নিয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। ‘জনতার দল’ নামে দলটির নেতৃত্বে বেশিরভাগই থাকছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর খামারবাড়িতে আত্মপ্রকাশ করে দলটি।

Advertisement

এই দলের আহ্বায়ক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম কামাল। মেজর (অব.) ডেল এইচ খানকে দলের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র করা হয়েছে। দলটির আহ্বায়ক ও সমন্বয়ক ছাড়া আর কোনো নেতার নাম ঘোষণা করা হয়নি। ঈদের জনতার দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

দলের শীর্ষ নেতৃত্ব জানান, সাবেক সামরিক কর্মকর্তাদের প্রাধান্য থাকলেও নতুন দলে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষদের অংশগ্রহণ থাকবে।

Advertisement

জনতার দল দেশের ৩০০ আসনে প্রার্থী দেবে। যাদের নিয়ে সমাজে বিতর্ক নেই- এমন ব্যক্তিদের প্রার্থী করতে চান নেতারা।

 

জনতার দলে রয়েছেন বেশিরভাগ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, তাদের সঙ্গে আছেন সাবেক সরকারি কর্মকর্তা, ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রভাবশালী ব্যবসায়ীরা। গণমাধ্যমের মালিকানা আছে এমন ব্যবসায়ীরাও রয়েছেন এই দলে।

Advertisement

 

জনতার দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টির) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ, সাবেক সংসদ সদস্য সিরাজ উদ্দিন আহমেদ, রাজনীতিবিদ আজম খান, মেজর জেনারেল (অব.) ফজল ইবনে শারেখুজ্জামান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, মেজর জেনারেল (অব.) ইসমাইল ফারুক চৌধুরী ও সাবেক ছাত্রনেতা মাস্তুক হাসান জয়।

সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল। ছবি: সংগৃহীত