‘মানুষ ভাবে, একান্তে সময় কাটাই, মোটা অঙ্কের টাকা নিয়ে বাড়ি ফিরি’

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,শুক্রবার   ২১ মার্চ ২০২৫ ||  চৈত্র ৮ ১৪৩১ :

ভারতীয় বাংলা সিনেমার তারকা জুটি ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা। দুই বছর প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। তারপর ১৫ বছর সংসার করেন। এক যুগের বেশি সময় সংসার করার পরও ভেঙে গেছে এ জুটির বিয়ে।

Advertisement

 

অভিযোগ রয়েছে, অভিনেত্রী ইশা সাহার সঙ্গে পরকীয়া সম্পর্কের কারণে এই সংসার ভেঙেছে। যদিও ইশা তা নাকচ করেছেন। এরই মধ্যে সৃজিত মুখার্জি ঘোষণা করেছেন তার ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমায় অভিনয় করবেন ইন্দ্রনীল ও ইশা। তারপর এ জুটির পুরোনো অধ্যায় চর্চার পাঠ্য হয়েছে। এ নিয়ে ভারতীয় একটি গণমাধ্যম কথা বলেছে ইশার সঙ্গে।

ইন্দ্রনীল-বরখার সংসার ভেঙে গেছে

Advertisement

 


আপনারা ফের একসঙ্গে পর্দায় ফিরছেন; তাহলে গুঞ্জন কী নতুন করে শুরু হবে? এ প্রশ্নের জবাবে ইশা সাহা বলেন, “গুঞ্জন বাড়বে না কমবে— বিষয়টি নিয়ে আর মাথা ঘামাই না। কারণ আমি কিছু করলেও লোকে বলবে, না করলেও।”

 

নায়ক যদি কেক এনে শুটিং সেটে জন্মদিন উদযাপন করেন, কিংবা একান্তে সময় কাটান তবে তো মানুষ নিন্দা করবেই! এ কথা বলার পর ইশা সাহা বলেন, “এটা খুব বাজে রটনা। ইন্দ্রনীলদা কেক আনেননি। শুটিংয়ের সময় কারো জন্মদিন এলে ইউনিট থেকে কেক আনানো হয়। সকলে মিলে উদযাপনে যোগ দেন। ‘তরুলতার ভূত’ সিনেমার আগে ইন্দ্রনীলদাকে চিনতামও না। ফলে আলাদা করে সময় কাটানোর প্রশ্নই উঠে না।”

 

বিষয়টি বিশদে ব্যাখ্যা করে ইশা সাহা বলেন, “মানুষ আমাদের শুটিং দেখতে পান না। ফলে বুঝতেও পারেন না, আমরা কতটা পরিশ্রম করি। একটা চরিত্র ফোটানো কতটা চাপের! মানুষ ভাবেন, আমরা বোধহয় হইহই করে দিন কাটাই। নায়কদের সঙ্গে প্রেম করি, একান্তে সময় কাটাই। দিন শেষে মোটা অঙ্কের টাকা নিয়ে বাড়ি ফিরি। বিশ্বাস করুন, সেটে আমাদের দম ফেলার সময় থাকে না। একান্তে সময় কাটানো অনেক দূরের কথা।”