ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজধানীর কাওরান বাজার প্রতিনিধি,মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ || চৈত্র ৫ ১৪৩১ :
আমার তরমুজ পচতাছে ভাই, আমি বিক্রি করতে পারতেছি না ভাই, আমি কিভাবে চলবো ভাই…. এভাবেই কান্নায় ভেঙে পড়েছেন সম্প্রতি ভাইরাল হওয়া কারওয়ান বাজারের মোহাম্মদ রনি। প্রয় দশ বছর ধরে এই পেশায় নিয়োজিত আছেন তিনি।
Advertisement
‘ওই কিরে ওই কিরে’, ‘মধু,মধু রসমালাই’ এই ধরনের মজার স্লোগান দিয়ে তিনি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। যার করণে রীতিমত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি। ভাইরাল হওয়ার পর থেকেই সেই তরমুজ বিক্রেতাকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন অনেক মানুষ। ফলে নতুন এক বিড়ম্বনার মুখে পড়েছেন ভাইরাল সেই তরমুজ বিক্রেতা।
Advertisement
অনেকেই বিনা কারণে তার দোকানে এসে ভিড় জমাচ্ছেন। ভিডিও করছেন। ফলে ক্রেতারা সেই তরমুজ বিক্রেতার দোকান এড়িয়ে যাচ্ছেন। এমন অবস্থায় তরমুজ বিক্রি করতে না পেরে ভেঙে পড়েছেন সেই বিক্রেতা। তার প্রায় দেড় লাখ টাকার তরমুজ এখনও অবিক্রিত রয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
Advertisement
‘তরমুজ ব্যবসায়ীকে দিয়ে সবাই ফেসবুকে বা নিজের ব্র্যান্ডিং করে ডলার ইনকাম করছেন, অপরদিকে ঐ তরমুজ ব্যবসায়ী নিজের তরমুজ বিক্রি করতে না পেরে কাঁদছে, তার দেড় লাখ টাকার তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে।