ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি,সোমবার ১০ মার্চ ২০২৫ || ফাল্গুন ২৫ ১৪৩১ :
৯ বছরের শিশুকে ৫০ টাকার প্রলোভনে জঙ্গলে নিয়ে যান ধর্ষক আরমান (২৭)। শিশুকে ধর্ষণ করে নিজেই মোবাইলে অশ্লীল ভিডিও ধারণ করেন।
গতকাল শনিবার বিকেলে ফের ওই শিশুকে ১০ টাকার প্রলোভনে জঙ্গলে নিতে চান আরমান। বিষয়টি স্থানীয় দুই ব্যক্তির চোখে পড়ে। তারা আরমানকে জিজ্ঞাসার এক পর্যায়ে তার মোবাইলে ওই শিশুকে এর আগে ধর্ষণের ভিডিও দেখতে পান। এ সময় স্থানীয়রা আরমানকে গণধোলাই দেন। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ধর্ষক আরমানকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে ভিকটিম শিশুটিকেও উদ্ধার করে থানা পুলিশ।
মাগুরার পর ধর্ষণের এমন ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামে। অভিযুক্ত আরমান ওই গ্রামের মো. শাসুল হকের ছেলে।
Advertisement
স্থানীয়রা জানান, আরমান গত ৪ দিন আগে ওই শিশুকে পঞ্চাশ টাকার প্রলোভন দেখিয়ে ওই গ্রামের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন এবং তা নিজের মোবাইলে ভিডিও ধারণ করে রাখেন। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে আরমান ফের ওই শিশুকে জঙ্গলে নিয়ে যান। বিষয়টি দেখে ফেলেন স্থানীয় হৃদয় ও মাসুদ। তারা দুজন আরমানের কাছে শিশুকে জঙ্গলে নেওয়ার বিষয়টি জানতে চান। আরমান অসংলগ্ন কথাবার্তা বলে বাকবিতন্ডায় জড়ান। ওই দু’ব্যক্তি আরমানের মোবাইলে ওই শিশুকে ধর্ষণের ভিডিও দেখতে পান। এ সময় স্থানীয়রা জড়ো হয়ে আরমানকে গণধোলাই দেন। খবর পেয়ে রাত ১১টার দিকে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষককে গ্রেপ্তার করে। সেই সঙ্গে ভিকটিমকেও উদ্ধার করে পুলিশ।
Advertisement
বিষয়টি নিশ্চিত কওে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শাকিল আকতার জানান, খবর পেয়ে রাতেই অভিযুক্ত আরমানকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় ভিকটিমে মা বাদী হয়ে মামলা করেছেন। আজ আরমানকে আদালতে সোপর্দ করা হবে।
গ্রেপ্তারকৃত ধর্ষক আরমান। ছবি:ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)