ধর্ষক ও নারী নিপীড়কদের শাস্তির দাবিতে ঢাবিতে লাঠি মিছিল (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,সোমবার   ১০ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৫ ১৪৩১ :

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) লাঠি মিছিল করেছেন শিক্ষার্থীরা।

Advertisement

 

রবিবার (৯ মার্চ) বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্ল্যাটফর্মের ব্যানারে মিছিলটি শুরু হয়।

বাঁশের লাঠি হাতে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে শুরু করে ভিসি চত্বর, নীলক্ষেত, কাঁটাবন ও শাহবাগ ঘুরে আবার রাজু ভাস্কর্যে ফিরে আসেন। ধর্ষণসহ নারী নিপীড়ন ঠেকাতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অপসারণ এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে সব ধর্ষণের বিচার দাবি করেন তারা।

Advertisement

লাঠি মিছিলের ব্যানারে লেখা নয় দফা দাবির মধ্যে আরো আছে— ধর্ষণ, নারী নিপীড়ন, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া; সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে ধর্ষণ ও নারী-নিপীড়ন প্রতিরোধের আইনসমূহে প্রয়োজনীয় যৌক্তিক সংযোজন, বিয়োজন ও সংশোধনের উদ্যোগ; যৌন হয়রানির প্রতিরোধে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের পদক্ষেপ গ্রহণ; ধর্ষণের মামলা গ্রহণে থানার জটিলতা দূর করা; ভুক্তভোগী ও সাক্ষীকে সকল প্রকার সুরক্ষা দিতে সাক্ষী সুরক্ষা আইনের পুনঃপর্যালোচনা ও প্রয়োগ করা।

 

মিছিলে থাকা আরিফা খাতুন নামের এক শিক্ষার্থী রাইজিংবিডি ডটকমকে বলেন, “আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ভয়ে আছি, বাইরে বের হলে কখন না জানি আমরাও ধর্ষিত হই। এসব ধর্ষকদের যদি শাস্তি না হয়, তাহলে আমাদের ক্ষেত্রে এ ধরনের ঘটনা বাড়বে। তাদের শাস্তির দাবিতেই আমাদের এই লাঠি মিছিল।”