ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি,রোববার ০৯ মার্চ ২০২৫ || ফাল্গুন ২৪ ১৪৩১ :
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তর পাড়া এলাকায় বাগে জান্নাত মাদরাসা নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের বিরুদ্ধে ৭ বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এছাড়া ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
দু’টি ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Advertisement
গ্রেফতার শিক্ষক আব্দুল মালেক নেত্রকোনা জেলার কলমকান্দা উপজেলার শিবপুর গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে ও অপর যুবকের নাম আরমান হোসেন।
আরমান ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের শামসুল হকের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের মাঝেরটেক এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী শিশু একই এলাকার একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয়দের অভিযোগ, মালেক দীর্ঘদিন ধরে মাদরাসার শিশু শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ করতেন। সর্বশেষ ৮ বছরের এক শিশুর সঙ্গে তার অশালীন আচরণ বিষয়টি শিশুর পরিবারের সদস্যরা জানতে পারেন। ঘটনাটি জানাজানি হলে শনিবার রাতে ক্ষুব্ধ স্থানীয় জনতা মাদরাসা থেকে অভিযুক্তকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
Advertisement
এদিকে, শ্রীপুরের বরমী দরগারতলা এলাকায় ৮ বছরের এক শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ হয়। পুলিশ মোবাইলটি জব্দসহ অভিযুক্ত আরমানকে গ্রেফতার করেছে ।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের গভীর শাল বনের ভেতর এ ঘটনা ঘট
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের পর থেকে শিশুটিকে খোঁজাখুজি করছিলেন তার মা-বাবা। বিষয়টি জানতে পেরে আশপাশে খোঁজ করতে থাকেন স্থানীয়রাও। একপর্যায়ে গভীর শালবনের ভেতর শিশুর কান্নার আওয়াজ শুনতে পান তারা। এরপর গভীর গজারি বনের ভেতর গিয়ে শিশুসহ আরমানকে দেখা যায়। এরপর শিশুর কাছে বিস্তারিত জেনে আরমানের মোবাইল ফোন উদ্ধার করে আপত্তিকর ভিডিও দেখতে পান। স্থানীয়রা এসে শিশুকে উদ্ধার করে ধর্ষককে গণধোলাই দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেন।
উত্তেজিত জনতার হাতে আটকের সময় অভিযুক্ত যুবক আরমান বলেন, শিশুকে ধর্ষণের পর আমি নিজেই ভিডিও ধারণ করেছি। আমার কয়েকজন বন্ধুর ইমোতে ওই আপত্তিকর ভিডিও পাঠিয়েছি। আমাকে কয়েকজন মিলে ইয়াবা ট্যাবলেট সেবন করিয়েছে। এজন্য আমার মাথা ঠিক নাই।
স্থানীয়রা জানান, ভুক্তভোগী শিশুর মা শারীরিক প্রতিবন্ধী, বাবা মাছ বিক্রেতা।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, অভিযুক্ত যুবক আমার মেয়েকে বাড়ি থেকে পাশের একটি গভীর শাল বনে নিয়ে অত্যাচার, নির্যাতন করেছে। শিশুকন্যা কান্নাকাটি করলে আশপাশের মানুষ গিয়ে তাকে উদ্ধার করে। আমরা বিচার চাই।
Advertisement
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ধর্ষণ চেষ্টা ও ধর্ষণের ঘটনায় ঘটনাস্থল গিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া অভিযুক্ত ধর্ষক আরমানের মোবাইল ফোনে ধারণ করা কয়েকটি ভিডিও উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোন জব্দ করা হয়েছে। রাতেই এ বিষয়ে থানায় দু’টি আলাদা মামলা দায়ের করা হয়েছে।