ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,রোববার ০৯ মার্চ ২০২৫ || ফাল্গুন ২৪ ১৪৩১ :
মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন উপদেষ্টা শারমিন মুরশিদ। শনিবার (৮ মার্চ) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
Advertisement
তিনি বলেন, “মনে হয় আপনাদের যেই মেয়েটি মেয়ে হয়ে ওঠেনি, নারী হয়ে ওঠেনি, তার গায়ে হাত দেয় কী করে? এই দেশ কি কাপুরুষের দেশ হয়ে গেল, যে একটা আট বছরের শিশুর গায়ে হাত দিতে হয়? কাপুরুষের মতো এই হায়েনাগুলো পুরুষের ছদ্মবেশে চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এদের দমন করা আমাদের সবার দায়িত্ব।”
তিনি আরও বলেন, “আমাদের বিচারব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। সমাজ কি সুস্থ আছে বলে আপনার মনে হয়? আমি ছয় মাস ধরে দায়িত্বে আছি, কিন্তু এই পচে যাওয়া সমাজকে পাঁচ মাসে পাল্টে দেওয়া সম্ভব নয়। এখনো বাচ্চাটি জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছে, ডাক্তাররা নিশ্চিত নন যে তাকে বাঁচানো সম্ভব হবে কি না।”
শারমিন মুরশিদ আরও জানান, “আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন আইনি প্রক্রিয়া ও হোম সিস্টেমের মাধ্যমে এই শিশুটি দ্রুত এবং সম্পূর্ণ বিচার পায়। প্রথমত, সবাই দোয়া করুন শিশুটি যেন বেঁচে যায়। দ্বিতীয়ত, আমরা যেন অপরাধীদের কোনোভাবেই ছাড় না দিই।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা দয়া করে অপরাধীদের কোনোভাবে জাস্টিফাই করবেন না। আমাদের বিচারব্যবস্থা দুর্বল, যুগ যুগ ধরে নারীরা এ ধরনের নিপীড়নের শিকার হয়ে আসছে। আমি আজ থেকে কাজ করছি না, গত ৩৫ বছরে বহু ঘটনা দেখেছি যেখানে প্রভাবশালীদের ফোনে মামলা ধামাচাপা পড়ে গেছে। কিন্তু এই ঘটনা পরিষ্কার, এখানে সব প্রমাণ আছে, আমরা একে হাতছাড়া হতে দেব না।”
Advertisement
তিনি আরও বলেন, “অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। কোনোভাবেই যেন তারা আইনের ফাঁকফোকর গলে বেরিয়ে না যায়, আমি নিজে নজরদারি রাখব এবং আপনাদেরও অনুরোধ করব এই বিষয়টি নজরে রাখার জন্য।”
শারমিন মুরশিদ আরও বলেন, “আমি স্বরাষ্ট্রমন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন করব, কীভাবে এই ঘটনাগুলো বারবার ঘটে? আমাদের আইনি প্রক্রিয়ায় যেসব ফাঁকফোকর আছে, তা বন্ধ করতে হবে। আমরা এই মামলাকে ফাস্ট ট্র্যাকে নিয়ে যাব। যেহেতু এটি স্পষ্ট একটি ঘটনা, তাই দ্রুততম সময়ের মধ্যে আমরা এর বিচার নিশ্চিত করতে চাই।”
তিনি আরও বলেন, “এই অসুস্থ সমাজকে সুস্থ করতে হবে। আমাদের কমিউনিটিকে আরও শক্তিশালী করতে হবে, যাতে এই ধরনের অপরাধ রোধ করা যায়। আমরা এমন একটি পরিকল্পনা গ্রহণ করেছি, যা প্রথমে ঢাকায় বাস্তবায়ন করা হবে এবং ধাপে ধাপে সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে। আমাদের যে করেই হোক, এই অপরাধ প্রবণতা বন্ধ করতে হবে।”
Advertisement
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “আমরা আর মেয়েদের নিরাপত্তার প্রশ্নে দুর্বলতা দেখাতে পারি না। আমাদের এখনই ব্যবস্থা নিতে হবে। আসুন, সবাই মিলে এই ভয়াবহ সমাজবিধ্বংসী অপরাধের বিরুদ্ধে সোচ্চার হই।”
উপদেষ্টা শারমিন মুরশিদ