আওয়ামী লীগ নেতার বাড়িতে পাগলের আশ্রম (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),টাঙ্গাইল প্রতিনিধি,রোববার   ০৯ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৪ ১৪৩১ :

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠক সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের টাঙ্গাইল শহরের বাড়ি দখল করে ‘পাগলের আশ্রম’ চালু করেছেন।

Advertisement

শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের ছোট কালীবাড়ি এলাকায় ছয়তলা ভবন দখল করে সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিষ্টি প্রায় ২৫ জন ছিন্নমূল মানসিক প্রতিবন্ধীদের নিয়ে এই আশ্রম চালু করা হয়।

আল মুকাদ্দাস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মারইয়াম মুকাদ্দাস মিষ্টি বেলা ১২টার দিকে বিভিন্ন বয়সের প্রায় ২৫ জন ছিন্নমূল মানসিক ভারসাম্যহীন মানুষ নিয়ে প্রবেশ করে। এ সময় জোয়াহেরুল ইসলামের বাড়িতে কেউ ছিলেন না।

স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন লোকদের নিচতলা এবং তৃতীয় তলায় উঠানো হয়। বিকেল ৩টার দিকে সরেজমিন শহরের আকুরটাকুর ছোট কালিবাড়ী এলাকায় জোয়াহেরুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, ছয়তলা ভবনের নিচতলায় বিভিন্ন বয়সের ১১ জন মানসিক ভারসাম্যহীন মানুষ অবস্থান করছেন। আরও লোকজন রয়েছেন ভবনটির তৃতীয় তলায়। সেখানে অবস্থান করছিলেন মারইয়াম মুকাদ্দাস মিষ্টি। তিনি বলেন, তার এই আশ্রমটি সদর উপজেলার খেজুরতলা এলাকায় ছিল। শনিবার দুপুরে জোয়াহেরুল ইসলামের বাড়িতে এটি স্থানান্তর করা হলো।

Advertisement

তিনি জানান, আওয়ামী লীগ নেতারা জনগনের টাকা লুটপাট করে বাড়িঘরসহ এসব সম্পদ করেছিল। তাই এগুলো এখন জনকল্যানে ব্যবহার করা হবে।

দুইদিন আগে ফেইসবুকে পূর্বঘোষণা দেয়া হয়েছিল। আওয়ামী লীগের সব নেতাদের বাড়িতে পাগলদের জন্য ‘আশ্রম’ গড়ে তোলা হবে। তারই অংশ হিসেবে শনিবার দুপুরে তালা ভেঙে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের ছয়তলা ভবনে প্রবেশ করা হয়েছে। ওই বাসায় আল মুকাদ্দাস ফাউন্ডেশনের ২৫ জন পাগল রাখা হয়েছে।

Advertisement

দুইদিন আগে মারইয়াম মুকাদ্দাস ওরফে মিষ্টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লিখেছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বাসা ‘পাগলের আশ্রম’, প্রয়াত সভাপতি ফজলুর রহমান খানের বাসা ‘প্রতিবন্ধিদের আশ্রম’, সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনিরের বাসা ‘অ্যানিমেল শেল্টার’, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেলের বাসা ‘বৃদ্ধ আশ্রম’, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের বাসা ‘এতিমখানা’ এবং আওয়ামী লীগ অফিস ‘পাবলিক টয়লেট’ করা হবে। সেখানে তিনি লিখেছিলেন ‘আরও নাম সাজেস্ট করুন, তথ্য দিন। এক এক করে সামাজের ও টাঙ্গাইলের উন্নয়নের কাজে লাগুক আওয়ামী লীগের অবৈধ

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বাড়িতে পাগলের আস্তানা গড়েছেন বৈষম্যবিরোধী ছাত্রনেতা : ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)