যশোরে ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার (ভিডিও)

SHARE

https://www.facebook.com/share/v/1A4wAh8akY/

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),যশোর প্রতিনিধি,মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ১৯ ১৪৩১ :

যশোরে ট্রাফিক পুলিশ সদস্যকে ঘুষি মেরে নাক ফাটানোর ঘটনায় ছাত্রদল নেতা শাওন ইসলাম সবুজকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়।

Advertisement

সোমবার (৩ মার্চ) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কৃত শাওন যশোর সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

Advertisement

কেন্দ্রীয় ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাওন ইসলাম সবুজকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
 
 
এ ছাড়া, ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত শাওনের সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেয়া হয়েছে।

Advertisement

 
প্রসঙ্গত, গত ১ মার্চ সন্ধ্যায় যশোর শহরের দড়াটানায় ল্যাবএইড হাসপাতালের সামনে মোটরসাইকেল রেখে বসেছিলেন শাওন। এতে যানজট সৃষ্টি হলে ট্রাফিক পুলিশ সদস্য শরিফুল ইসলাম তাকে মোটরসাইকেল সরাতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে শাওন ওই পুলিশ সদস্যকে মারধর করেন এবং ঘুষি মেরে নাক ফাটিয়ে দেন। এ ঘটনার পরপরই কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করে।
ছাত্রদল নেতা শাওন ইসলাম সবুজ। ছবি: সময় সংবাদ