ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫ || ফাল্গুন ১৯ ১৪৩১ :
১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
Advertisement
সোমবার (৩ মার্চ) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ হেডকোয়ার্টার্স পুলিশ।
হেডকোয়ার্টার্সের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, ইমরানের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সে মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী ১৩৩ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে সাদিক আগ্রোর মালিক ইমরান হোসেন, তৌহিদুল আলম জেনিথ ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক আগ্রোর বিরুদ্ধে মামলা করে সিআইডি।