যুবকের চোখ উপড়ে ফেলে পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্তরা

SHARE

আহত রুবেল ও আটক মুন্না। ছবি সংগৃহীত

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),পাবনার ঈশ্বরদী প্রতিনিধি,রোববার   ০২ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ১৭ ১৪৩১ 

রোববার (২ মার্চ) ভোরে পাশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উত্তরপাড়া এলাকা থেকে চোখ উৎপাটন ও রগ কাটা কাজে নেতৃত্বদানকারী কিশোর গ্যাংয়ের নেতা আশরাফুল ইসলাম মুন্নাকে (২০) আটক করে সেনাবাহিনীর নাটোর ক্যাম্পের বিশেষ টিম।

Advertisement

এর আগে গত বুধবার রাত ১১টার দিকে নাটোরের বড়াইগ্রামের রাজাপুরে অনুষ্ঠিত একুশে বইমেলা থেকে রুবেল হোসেনকে(২৩) কিশোর গ্যাংয়ের ৭/৮ জন তুলে নিয়ে যায়। তারা মুলাডুলি এলাকায় নির্জন স্থানে নিয়ে মারধর করার পাশাপাশি ছুরি দিয়ে ডান চোখ উপড়ে ফেলে এবং ডান পায়ের রগ কেটে দেয়। পরে মেলা থেকে ফেরার সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নির্যাতনে শিকার রুবেল উপজেলার গোপালপুর ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের আকবর আলীর ছেলে।

Advertisement

রুবেলের চাচাতো ভাই সোহেল রানা জানান, ‘২৩ ফেব্রুয়ারি মুলাডুলি এলাকার কিশোর গ্যাংয়ের মুন্না, শিহাব, চ্যাপা সজিব এলাকার মাদক ব্যবসায়ী সাধু মামুনের কাছে আসে মাদক কিনতে। এতে রুবেলসহ এলাকার লোকজন চোর চোর করে ধাওয়া দিলে তারা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনার জেরে সাধু মামুন ২৬ ফেব্রুয়ারি রাতে মেলা থেকে ওই কিশোর গ্যাংয়ের দিয়ে আমার ভাই রুবেলকে তুলে নিয়ে গিয়ে এ নির্যাতন চালায়। তারা আমার ভাইয়ের ডান চোখ নষ্ট করে দিয়েছে ও ডান পায়ের রগ কেটে ফেলেছে। পরে সেনাবাহিনী কিশোর গ্যাং-এর নেতৃত্বদানকারী মুন্না নামে একজনকে আটক করেছে।’

Advertisement

 

বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক মাহবুবর রহমান জানান, ঘটনার পর বড়াইগ্রাম থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। সেনাবাহিনীর টিম মুন্না নামে একজনকে থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আহত রুবেল ও আটক মুন্না। ছবি সংগৃহীত