সিলেটে ‌রাতভর জঙ্গিবিরোধী অভিযান, আটক ৩১, অস্ত্র উদ্ধার

SHARE

cylet_08_52_28_tGkON5qvlJTMkdIPFR1P4elgovwXoY_originalসিলেট : সিলেটের জকিগঞ্জ উপজেলায় রাতভর জঙ্গি বিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১০টায় এ অভিযান শুরু হয়। আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোর ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে জামায়াত-শিবির ক্যাডার, ডাকাতি মামলার আসামি ও ওয়ারেন্টভূক্ত আসামিসহ মোট ৩১ জনকে আটক করা হয়েছে। এছাড়াও দেশীয় অস্ত্র ও জেহাদি বই উদ্ধার করা হয়েছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলামেইলকে এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় জঙ্গি বিরোধী বিশেষ অভিযান চালানো হয়েছে। এ সময় ৬ জন জামায়াত-শিবির ক্যাডারসহ মোট ৩১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’