ডিআইজি মোজাম্মেলের বিশাল সম্পদের রাজ্য! (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রূপগঞ্জ প্রতিনিধি,বৃহস্পতিবার   ২০ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৭ ১৪৩১ :

একজন পুলিশের অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগ উঠেছে। গাজী মোজাম্মেল হক, যিনি রূপগঞ্জের পুলিশ সার্কেল অফিসার ছিলেন, তিনি তার স্ত্রী ও পরিবারের সদস্যদের নামে ৬০০০ কোটি টাকার বেশি সম্পত্তির মালিক। অভিযোগ রয়েছে যে, এই বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করেছেন তিনি আবাসন ব্যবসার আড়ালে এবং অন্যান্যদের জমি দখল করে।

সাবেক পুলিশ কর্মকর্তা গাজী মোজাম্মেল হক এবং তার স্ত্রী ফারজানা মোজাম্মেলসহ তাদের পরিবারের সদস্যদের নামে থাকা জমি ও ব্যাংক একাউন্ট জব্দের জন্য আদালত নির্দেশ দিয়েছেন। গত বুধবার, আদালত গাজী মোজাম্মেল হকের নামে ৬৫ বিঘা জমি জব্দের নির্দেশ দেয়। এছাড়া, তার স্ত্রীর এবং মেয়ে গাজী বুশরা তাবাসুমের নামে থাকা সম্পত্তিও জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গাজী মোজাম্মেল হক তার অধীনে থাকা এলাকাগুলোর জমি অবৈধভাবে দখল করেছেন এবং সেখানে আবাসন প্রকল্প গড়ে তুলেছেন। বিশেষ করে, রূপগঞ্জের বিভিন্ন অঞ্চলে বালু ভরাট করে জমি দখল করেছেন এবং সেখানে নির্মাণ কাজ শুরু করেন। এমনকি, যারা তার অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করেছিল, তাদের পুলিশে তুলে নেয়া হয় এবং শাস্তি দেয়া হয়।

Advertisement

এছাড়া, তার পরিবার পরিচালিত প্রতিষ্ঠান ‘আনন্দ প্রপার্টিজ লিমিটেড’ নামে একটি কোম্পানি রয়েছে, যার অধীনে ৩০০০ বিঘা জমি রয়েছে। এই জমির বাজার মূল্য প্রায় ৬০০০ কোটি টাকার বেশি বলে জানা গেছে।

এইসব ঘটনায় ক্ষতিগ্রস্তরা এখন দুদক ও পুলিশ সদর দপ্তরের কাছে অভিযোগ করেছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) গাজী মোজাম্মেল হকের অবৈধ সম্পত্তি অনুসন্ধান করছে।

ছবি: সংগৃহীত