‘গোপন নথি’ বস্তায় ভরে আত্মীয়ের বাসায় পাঠিয়েছিলেন সাবেক আইজিপি শহিদুল, যা জানা গেল (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,বুধবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৬ ১৪৩১ :

অবৈধ সম্পদ অর্জনের ‘গোপন নথি’ বস্তায় ভরে এক আত্মীয়ের বাসায় পাঠিয়েছিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহিদুল হক। গোপন তথ্যে অভিযান চালিয়ে সেসব নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ একটি দল। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দুদকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে গোপ সংবাদে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সম্পদের তথ্য সম্পর্কিত গোপন নথিগুলো জব্দ করে দুর্নীতি দমন কমিশন।

দুদক জানায়, বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি শহিদুল হকের বিরুদ্ধে একটি অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান কার্যক্রমের একপর্যায়ে গোয়েন্দা তথ্যে দুদক জানতে পারে শহিদুল হক নিজের অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্বলিত নথিপত্র তার এক নিকটাত্মীয়ের কাছে দু’টি বস্তায় ভরে পাঠিয়েছেন।

Advertisement

এরপর সেখানে থেকে আরেক আত্মীয়ের বাসায় সেসব নথি পাঠানো হয়। ওইসব নথিতে শহিদুল হকের অবৈধ উপায়ে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে।

দুদক সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক রাকিবুল হায়াতের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত সাবেক আইজিপি শহিদুল হকের এক আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালায়। ওই অভিযানে দু’টি বস্তায় মোট ৩৮ প্রকৃতির ৪৮টি আলামত পাওয়া যায়।

Advertisement

জব্দ করা আলামতগুলোর মধ্যে বিপুল সম্পদের দলিল ছাড়াও বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র, ডিড অব এগ্রিমেন্ট, পাওয়ার অব অ্যাটর্নি, সংঘ স্মারকের ছায়ালিপি, অফার লেটার ও ব্যাংক হিসাব বিবরণীসহ নানা তথ্য রয়েছে। পরবর্তীতে তদন্ত কার্যক্রমে সহায়তার লক্ষ্যে নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে এসব নথি জব্দ করে দুর্নীতি দমন কমিশন।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহিদুল হক।