ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মেহেরপুর প্রতিনিধি,সোমবার ১৭ ফেব্রুয়ারি ২০২৫ || ফাল্গুন ৪ ১৪৩১ :
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসাকে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
রবিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
মোনালিসা যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বলে জানা গেছে। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের দুটি মামলা রয়েছে।
সোমবার ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক ঢাকা টাইমসকে বলেন, “মেহেরপুর থানা পুলিশের সুপারিশে রাজধানীর ইস্কাটন থেকে সৈয়দা মোনালিসাকে গ্রেপ্তার করা হয়। তাকে আমরা সেখানেই (মেহেরপুর) পাঠিয়ে দিয়েছি। তার বিরুদ্ধে দুটি মামলার তথ্য মিলেছে।”
Advertisement
এদিকে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দীন গণমাধ্যমে জানান, সৈয়দা মোনালিসার নামে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাসহ বেশ কয়েকটি অভিযোগে তিনটি মামলা রয়েছে। তাকে ডিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা আজ তাকে আদালতে তুলবো।”
Advertisement
এর আগে গত ১৫ সেপ্টেম্বর সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে র্যাব। রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে ফরহাদ হোসেন কারাগারে রয়েছেন।
সৈয়দা মোনালিসাকে গ্রেপ্তার