তিতাসের মামলায় মেঘনার ইউপি প্যানেল চেয়ারম্যান নাসির গ্রেফতার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মো. শহিদুজ্জামান রনি মেঘনা থেকে,সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৪ ১৪৩১ :

কুমিল্লা মেঘনার চন্দনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সাবেক চন্দনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মিয়া’কে তিতাসের বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আজ সোমবার (১৭ই ফেব্রুয়ারি) দুপুর একটায় চন্দনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেফতার করে মেঘনা থানা পুলিশ। এদিকে প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দীন মিয়ার গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। মেঘনা থানা সূত্রে জানা যায় কুমিল্লা তিতাস থানার মামলায় গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মামুনুর রশিদ গ্রেফতার এর সত্যতা নিশ্চিত করে বলেন উনার বিরুদ্ধে বিস্ফোরক, ভাংচুরসহ অন্যান্য দ্বারায় মামলা রয়েছে আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে।

Advertisement