বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করছেন মেহজাবীন চৌধুরী!(ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৪ ১৪৩১ :

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রেম-বিয়ে নিয়ে বিভিন্ন সময় গুঞ্জন চাউর হয়েছে। এবার চুপিসারে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী। পাত্র আর কেউ নন, সেই বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব।

Advertisement

 

আগামী ২৩ ফেব্রুয়ারি মধুমতি মডেল টাউনে হবে তাদের গায়েহলুদ। পরের দিন একই ভেন্যুতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। কাছের মানুষদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলে অভিনেত্রীর ঘনিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ নিয়ে মেহজাবীনের মন্তব্য পাওয়া যায়নি।

দীর্ঘদিন ধরে মেহজাবীন-রাজীবের প্রেমের গুঞ্জন উড়ছে। অসংখ্যবার প্রেম ও বিয়ে নিয়ে খবরের শিরোনাম হয়েছেন তারা। কিন্তু বরাবরই বিষয়টি এড়িয়ে গিয়েছেন মেহজাবীন ও রাজীব।

Advertisement

 

এক সাক্ষাৎকারে রাজীব বলেছিলেন, “মেহজাবীন আমার জীবনের সেরা ও মূল্যবান ব্যক্তি।” তবে প্রেম ও বিয়ে প্রসঙ্গ এড়িয়ে যান তিনি।

 

২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হন মেহজাবীন। এরপর শোবিজ অঙ্গনে পা রাখেন। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। ওয়েব ফিল্মেও নিজের জাত চেনান। অভিনয় করেছেন সিনেমাতেও।

মেহজাবীন চৌধুরী