এপিএস ইঞ্জিনিয়ার এমএ মতিন খানের পদন্নোতি হওয়ায় ফুলে ফুলে সজ্জিত করেন তিতাস,হোমনা ও মেঘনাবাসী

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মাজহারুল ইসলাম,ক্রাইম রিপোর্টার,সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৪ ১৪৩১ :

আজ সোমবার কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজার ডিংডং হোটেলে অনুষ্ঠিত হলো সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ইঞ্জিনিয়ার এমএ মতিন খানের পদন্নোতি হওয়ায় তাহাকে ফুলে ফুলে সজ্জিত করেন তিতাস,হোমনা ও মেঘনাবাসী৷ ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন অত্যন্ত সততা বিশ্বস্ততার সহিত এপিএস হিসেবে দায়িত্ব পালন করেন৷

Advertisement

তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন৷ এরপর স্বৈরাচারী আওয়ামী লীগের শাসনামলে খালেদা জিয়ার এপিএস ভুক্তভোগী হওয়ায় ওএসডি হয়ে ২০২০ সালে অবসরে যান৷ চলতি মাসের ৯ তারিখ সচিব (এ গ্রেট) পদমর্যাদায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাকে পদোন্নতি দেন৷ এমন সুসংবাদের কারণে এই তিন উপজেলাসহ অন্যান্য অঞ্চলের মানুষ তাকে এই সংবর্ধনা দেওয়া হয়৷ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের উদাহরণ দিয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন ভবিষ্যতে যেন বিএনপিসহ অন্যান্য সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা সন্ত্রাসী, চাঁদাবাজিসহ সকল অপরাধ থেকে মুক্ত থাকেন৷ এজন্য নাম প্রকাশ না করে তিনি বলেন আশপাশের বেশ কয়েকটি উপজেলায় পদপদবী নিয়ে যে বানিজ্য চলছে তাতে নিয়ে তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের উপরেও প্রভাব ফেলছে,

Advertisement

তাদের উপর জনগণের আস্থার যায়গা হারাতে চলছে, দলের নেতাকর্মীরা বিবাদে জড়িয়েছেন৷ তাই এসব অপকর্ম থেকে সকলে যেন অবশ্যই দূরে থাকেন৷