বিয়ে বাড়ির আনন্দ রূপ নিল বিষাদে, খুলে ফেলা হলো বউভাতের প্যান্ডেল (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বরিশাল   প্রতিনিধি,শনিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ২ ১৪৩১ :

যেখানে বিয়ের আনন্দে মেতে ওঠার কথা ছিল, সেখানে এখন শুধুই কান্না আর আহাজারি। নববধূ নিয়ে ফেরার পথে বরযাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়লে একজন নিহত হন, আহত হন অন্তত ৩৯ জন। বিয়ে বাড়ির উৎসব মুহূর্তেই পরিণত হয় শোকে। বাতিল করা হয় বউভাতের অনুষ্ঠান, খুলে ফেলা হয় সাজানো প্যান্ডেল।

Advertisement

জানা গেছে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বরিশালের আমের কুঠি এলাকা থেকে নববধূকে নিয়ে বরযাত্রার গাড়িবহর নিয়ে ফিরছিলেন রাজবাড়ী শহরের বিনোদপুর বিবেকানন্দ পল্লীর জয় কুমার দাস। তবে ফরিদপুরের নগরকান্দার ভবুকদিয়া এলাকায় আসার পর বরযাত্রীবাহী তিনটি বাসের একটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে আহত হন অন্তত ৩৯ জন।

 

স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। তবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয় কুমারের প্রতিবেশী বোন মূর্তি রানী। মুহূর্তেই বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়, বাতিল করা হয় বউভাতের অনুষ্ঠান। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
দুপুরে রাজবাড়ী শহরের বিনোদপুর বিবেকানন্দ পল্লীর জয় কুমার দাসের বাড়িতে গিয়ে দেখা যায়, বউভাতের জন্য প্রস্তুত করা প্যান্ডেল খুলে নিচ্ছেন ডেকোরেটর শ্রমিকরা। পাশে নিহত মূর্তি রানীর বাড়িতে চলছে শোকের মাতম। বাড়ির উঠানে তার মরদেহ রেখে স্বজনরা আহাজারি করছিলেন।
 
নিহত মূর্তি রানীর বোন শিউলী রানী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বোন অনেক আনন্দ-উল্লাস করে জয়ের বরযাত্রায় গিয়েছিল।কিন্তু সে ফিরল লাশ হয়ে। আমাদের বাড়ির সব আনন্দ মাটিতে মিশে গেছে।’

Advertisement

 
ডেকোরেটর শ্রমিক মো. হাসান বলেন, ‘গত রাতে নতুন বউ নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় একজন মারা যান। তাই তারা বউভাতের অনুষ্ঠান বাতিল করেছেন। এজন্য আমরা প্যান্ডেল খুলে মালামাল নিয়ে যাচ্ছি।’
বিয়ের বাড়ির আনন্দ শোকে পরিণত হওয়ায় বউভাতের প্যান্ডেল খুলে ফেলা হচ্ছে। ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)