রাজশাহী মেডিকেলে চালু হবে ওসেক, কমবে রোগী মৃত্যুহার (ভিডিও)

SHARE

https://www.facebook.com/share/p/15pkvjoTNH/

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজশাহী মেডিকেল  প্রতিনিধি, বৃহস্পতিবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ৩০ ১৪৩১ :

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চালু হবে আধুনিক জরুরি বিভাগ ওয়ান স্টপ ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়াল্টি (ওসেক)। এতে জরুরি বিভাগেই মিলবে রোগ নির্ণয়, পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা, অপারেশন, সাধারণ বেড, আইসিইউ, ওষুধ সুবিধা।

 

 

হৃদরোগে আক্রান্ত হয়ে গত সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন পুঠিয়ার বানেশ্বরের আব্দুর রাজ্জাক। জরুরি বিভাগের প্রক্রিয়া শেষে ওয়ার্ডে নিতে কিছুটা সময় লাগায় উৎকণ্ঠায় স্বজনরা। এমন পরিস্থিতি বিবেচনায় পৌঁছানো মাত্র রোগীর চিকিৎসা সেবা শুরু করতে হাসপাতালে চালু হচ্ছে আধুনিক জরুরি বিভাগ ওয়ান স্টপ ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়াল্টি (ওসেক)।


কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পের কাজ চলমান। আধুনিক সব যন্ত্রপাতি স্থাপনসহ লোকবল নিয়োগ করা হবে। ৫ কোটি টাকার এই প্রকল্প আগামী ৬ মাসের মধ্যে চালু হবে। এতে রোগী মৃত্যুহার কমার পাশাপাশি মিলবে দ্রুততম সম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, জরুরি বিভাগে মুমূর্ষু রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে আধুনিক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। আধুনিক সুবিধা সম্পন্ন ইমার্জেন্সি সার্ভিসের কারণে স্ট্রোক, সড়ক দুর্ঘটনা, হার্ট অ্যাটাকের মত জটিল অনেক রোগী বেঁচে যায়। জটিল রোগীদের ৫ মিনিট আগেও যদি সঠিক চিকিৎসা দেয়া সম্ভব হয়, তাহলে অনেক মৃত্যু কমানো সম্ভব।

তিনি জানান, আধুনিক এই ব্যবস্থায় এক ছাদের নিচেই মিলবে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা। সার্বক্ষণিকবাবে থাকবেন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক। হবে তাৎক্ষণিক অপারেশনও।


প্রকল্প সংশিষ্টরা জানান, জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে থাকবে ২০ শয্যার আধুনিক ও জীবন রক্ষাকারী চিকিৎসা ব্যবস্থা। যেখানে আছে তিনটি আইসিইউ বেড, এইচডিইউ বেড, বিশেষ অবজারভেশন বেড, অস্ত্রোপচার কক্ষ, ইসিজি কক্ষ, নেবুলাইজেশন, কার্ডিয়াক মনিটরসহ বিভিন্ন যন্ত্রপাতি। এছাড়া গাইনি অ্যান্ড অবস, শিশু রোগীদের জন্য কনসালটেশন কক্ষ, নিউরোসার্জারি ও হেড ইনজুরিসহ বিভিন্ন ধরনের সার্জিক্যাল রোগীদের জন্য জেনারেল সার্জারি কক্ষ।

বিষক্রিয়ায় আক্রান্ত রোগীদের এবং কেমিক্যাল দূষণজনিত রোগীদের জরুরি চিকিৎসার জন্য থাকবে ডিকন্টামিনেশন কক্ষ। ডিজিটাল এক্সরে, আল্ট্রাসনোগ্রাফিসহ প্যাথলজি ল্যাবরেটরি রোগীর দ্রুত পরীক্ষা করা হবে। রোগীরা বিভিন্ন পরীক্ষা করানোর পাশাপাশি পাবেন ওষুধও।


রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মেডিকেল অফিসার (জরুরি বিভাগ) শংকর কে বিশ্বাস বলেন, ‘ওসেক এর ফলে বাড়বে সেবার মান। সেই সঙ্গে কমবে ভর্তি রোগীর মৃত্যু। জরুরি বিভাগেই সুস্থ হয়ে উঠবে অর্ধেক রোগী।

উল্লেখ্য, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫৭ ওয়ার্ডে ১২০০ শয্যার বিপরীতে রোগী ভর্তি থাকে প্রায় ৩ হাজার। প্রতিদিন বর্হিবিভাগে গড়ে ৬ হাজার রোগী ও জরুরি বিভাগে এক হাজার রোগী চিকিৎসা সেবা নেন।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) সহায়তায় প্রথম পর্যায়ে কুর্মিটোলা জেনারেল হাসাপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল ও সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে মডেল হিসেবে ওয়ান স্টপ ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি সার্ভিস (ওসেক) সেবাটি চালু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত