সাগর-রুনি হত্যা জিয়াউল-মশিউরকে ঘিরে নতুন মোড় (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ  প্রতিনিধি, বৃহস্পতিবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ৩০ ১৪৩১ :

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে নতুন মোড় নিয়েছে। রহস্য উদঘাটনে বহিষ্কৃত সেনা অফিসার মেজর জেনারেল জিয়াউল আহসান ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ লালবাগ বিভাগের সাবেক উপকমিশনার মশিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তকারীরা মনে করছেন, এই দুজনকে জিজ্ঞাসাবাদ করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

Advertisement

সংশ্লিষ্ট সূত্র বলছে, গত ৮ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের অতিরিক্ত সুপার আজিজুল হক দুজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ সুপার মো. আজিজুল হক কালের কণ্ঠকে বলেন, তদন্তের স্বার্থে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Advertisement

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলানগর থানায় একটি হত্যা মামলা করেন।

ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়। একই সঙ্গে মামলার তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে দেওয়ারও আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ৬ এপ্রিল দিন ধার্য করা হয়। পরে ১৭ অক্টোবর হাইকোর্টের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে টাস্কফোর্স গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে পিবিআইপ্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৭ জানুয়ারি এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।
সাগর-রুনি