তিতাস কর্তৃপক্ষ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম চালাচ্ছে। ছবি: সময় সংবাদ ছবি:
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),তিতাস কর্তৃপক্ষ রূপগঞ্জ প্রতিনিধি,সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫ || মাঘ ২০ ১৪৩১ :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এছাড়া দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
Advertisement
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বরাব ও রূপসী এলাকায় চারটি স্পটে এ অভিযান পরিচালিত হয়।
Advertisement
এসময় দুই কিলোমিটার বিস্তৃত পাঁচশ’ বাড়ির এক হাজার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার।
Advertisement
এছাড়া অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনা করার অপরাধে সংযোগ বিচ্ছিন্নসহ কাবাব ঘর নামে রেস্টুরেন্ট নামে খাবার হোটেল মালিককে বিশ হাজার টাকা এবং নিউ আল মদিনা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি লিমিটেড কারখানার মালিককে এক লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা ধার্য করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
Advertisement
বিচ্ছিন্নকৃত সংযোগগুলো পুনরায় স্থাপন রোধে তিতাসের মূল বিতরণ সংযোগ স্থলগুলো এক্সকেভেটর দিয়ে স্থায়ীভাবে অপসারণ ও সীলগালা করে দেয় তিতাস কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের স্থানীয় ব্যবস্থাপক, কর্মকর্তা ও প্রকৌশলীরা।