কুমিল্লায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কুমিল্লার নাঙ্গলকোট প্রতিনিধি ,রোববার   ০২ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ১৯ ১৪৩১ :

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছেন।

Advertisement

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নাঙ্গলকোট উপজেলার ভাঙ্গড্ডা ইউনিয়নের পশ্চিম বাজারে এ সংঘর্ষ হয়। নিহত সেলিম ভূইঁয়া নাঙ্গলকোট উপজেলা হেছাখাল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি।

Advertisement

স্থানীয়রা জানান, উপজেলার বাঙ্গড্ডায় নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি সমাবেশ হওয়ার কথা ছিল। সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়ার সমর্থকরা একটি গাড়িবহর নিয়ে বাঙ্গড্ডা বাজার অতিক্রম করার সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের সংঘর্ষে সেলিম ভূঁইয়া নিহত হন।

Advertisement


নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, দুই গ্রুপের মারামারিতে একজন নিহত হয়েছেন। তার মরদেহ সরকারি হাসপাতালের রয়েছে।
স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত মো. সেলিম ভূঁইয়া।