সালমানের সঙ্গে বিয়ে, সন্তান প্রসঙ্গে মুখ খুললেন আমিশা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি ,শনিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ১৯ ১৪৩১ :

বলিউড মেগাস্টার সালমান খানকে বিয়ে ও তার সন্তান জন্ম দেয়া প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। জানিয়েছেন, বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময় এক ভক্ত আমিশাকে অনুরোধ করে বলেন, বলিউড ইন্ডাস্ট্রিতে সালমান খান ও আপনি (আমিশা প্যাটেল) দুজনেই অবিবাহিত। তাই যোগ্য পাত্র সালমানের উপযুক্ত পাত্রী আপনি। আপনারা দেখতেও দুজন সুন্দর। তাই পৃথিবীতে সুন্দর সন্তান জন্ম দেয়ার জন্য আপনাদের বিয়ে করা উচিত।

 

ভক্তের এমন অনুরোধ শোনার পর খানিকটা হেসে আমিশা বলেন, বিয়ের জন্য এটা আসলেই দারুণ কারণ। আসলে সুন্দরদের একসঙ্গে দেখতে সবাই পছন্দ করেন।

Advertisement

 
আমিশা আরও বলেন, সালমান এখনও বিয়ে করেননি। আমিও বিবাহিত নই। সালমানের সঙ্গে বিয়ের সম্ভাবনা আছে কিনা আমি জানি না। তবে আপনারা কী চান? আমরা বিয়ে করি নাকি একসঙ্গে কোনো সিনেমায় জুটি গড়ি?
 

Advertisement

 
এরপরই আমিশা বলেন, মনের মতো পাত্র না পাওয়ায় বিয়ে করছি না। তবে আমি বিয়ে করতে চাই। বিয়ের জন্য আমি কবে থেকেই প্রস্তুত।
  

‘ইয়ে হ্যায় জলওয়া’ সিনেমায় আমিশা ও সালমান। ছবি: সংগৃহীত

 

 
সালমান ও আমিশাকে একবারই পর্দায় জুটি গড়তে দেখা গেছে। ২০০২ সালে  ‘ইয়ে হ্যায় জলওয়া’-তে মিষ্টি রোমান্টিক জুটি হিসেবে ধরা দিয়েছিলেন এ দুই বলিউড তারকা।
ব্যক্তিজীবনে ভালো বন্ধুত্বের সম্পর্ক সালমান ও আমিশার। ছবি: সংগৃহীত