দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), দৌলতদিয়া ও পাটুরিয়া  প্রতিনিধি,শনিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ১৯ ১৪৩১ :

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ২০মি‌নিটের দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়ে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন।

Advertisement

জানা যায়, শুক্রবার সন্ধ্যা থেকে কুয়াশার কারণে এ নৌ-রু‌টে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। এক পর্যায়ে রাত ৩টা ২০মিনিটের দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করে। এতে ফেরি চলাচলের জন‌্য নদীতে রাখা বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছু দেখা যাচ্ছিল না। পরে দুর্ঘটনা এড়াতে এই নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। ফেরি বন্ধের পর থে‌কে ঘাটে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যানবাহনের সংখ্যা।

Advertisement

 

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন ফে‌রি বন্ধের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। এ নৌরুটে গত তিনদিন ধ‌রে কুয়াশার কারণে দীর্ঘ সময় ফে‌রি চলাচল বন্ধ ছিল।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ছবি:ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)